প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি চলছে।
দলীয় সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সমাবেশে বক্তারা বলেন, পিআর ভিত্তিক ভোটব্যবস্থা চালুর দাবি গত এক বছর ধরে তারা জানিয়ে আসছেন। এ ব্যবস্থা চালু হলে রাজনৈতিক দমন-পীড়ন, চাঁদাবাজি ও টেন্ডারবাজি কমবে বলে তাদের বিশ্বাস। বক্তাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে প্রায় সব নির্বাচনেই অনিয়ম হয়েছে, আর গত ১৭ বছর ধরে দেশ চলছে স্বৈরতান্ত্রিক শাসনে। তারা ঘোষণা দেন, “প্রহসনের নির্বাচন মেনে নেওয়া হবে না।”
একুশে সংবাদ/এ.জে