বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের সাথে জনগণের কোনো যোগাযোগ নেই। মেগা প্রকল্পের নামে লুটতরাজ করে গণবিরোধী শক্তি হিসাবে দেশ শাসন করছে তারা। ’
বৃহস্পতিবার (২০ অক্টোবর)রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকার নগ্নভাবে সমাবেশ ঠেকানোর চেষ্টা করছে। গণতন্ত্রের কথা বললেও, সমাবেশে বাধা দিতে বন্ধ করে দেয়া হচ্ছে বাস।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে সরাতে না পারলে, এই জাতির অস্তিত্ব থাকবে না। এ জন্য সবাইকে এক সাথে আওয়াজ তোলার আহবান জানান তিনি।’
তিনি আরও বলেন, ‘শুধু ঢাকায় নয় সরকার পতনের আন্দোলন পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।’
একুশে সংবাদ/চ্যা.২৪.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :