বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার বেলা ১২টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক দর্শন ও আসন্ন নির্বাচনে করণীয় সম্পর্কে বক্তব্য দেন। শামীম বলেন, “ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমস্যা সমাধানই হবে আমার প্রধান অঙ্গীকার।”
সাংবাদিকরাও স্থানীয় নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, গণমাধ্যমের দায়িত্ব হলো জনগণের কথা তুলে ধরা, আর এ কাজে রাজনৈতিক নেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন। সঞ্চালনা করেন যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম বাদলসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভা শেষে এমপি প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীম সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

