স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে গ্রেপ্তার নেতাদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ সোমবার রাতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদীসহ সংগঠনের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় দু বৈঠক করেন।
বৈঠক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর জানান, আজ রাত ৮টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়। শেষ হয় ১০টা ২০ মিনিটে।
তিনি আরও জানান, সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে রয়েছে গ্রেপ্তারকৃত হেফাজত নেতাদের মুক্তি দেওয়া এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করা।
বৈঠকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে হেফাজতের এক নেতা জানিয়েছেন।
বৈঠক থেকে বের হয়ে হেফাজতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি।
হেফাজত নেতারা সরকারের সঙ্গে সমঝোতায় আসার জন্যে গত এপ্রিল ও মে’তে কয়েকদফা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এক পর্যায়ে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেন বাবুনগরী। সহিংসতার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে গত ৭ জুন নতুন কমিটি ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদী।
হেফাজত সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চট্টগ্রাম থেকে আজ দুপুরে ঢাকায় পৌঁছান জুনায়েদ বাবুনগরী। ঢাকায় এসে খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় বিশ্রাম নেন। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এই মাদ্রাসার অধ্যক্ষ।
একুশে সংবাদ/জিহা/স্ট
আপনার মতামত লিখুন :