ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এই মঞ্চে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আছে শুধু নেই কাজী জাফরউল্লাহ। আপনি আসুন আমাদের দোয়া দিয়ে যান। আর গীবত নয় আসুন আমরা এক হয়ে কাজ করি। ফরিদপুরের ভাঙ্গায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নিক্সন চৌধুরী।
রবিবার বিকেলে ভাংগা পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার উদ্যোগে।
সাংসদ নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানাতে এই আয়োজন।
নিক্সন চৌধুরী বিগত দিনের গীবত ভুলবুজাবুজির অবসান কামনা করে বলেন, আমরা একে অপরের প্রতিপক্ষ নয় একই রাজনীতির অনুসারী। নিজেদের মধ্যে গীবত বা আওয়ামী লীগ আওয়ামী লীগে মারামারি করে আমরা প্রতিপক্ষকে শক্তিশালী করতে দিতে পারি না। আসুন আমরা এলাকার উন্নয়নে সবাই আত্মনিয়োগ করি।
নিক্সন চৌধুরী বলেন, দীর্ঘ ৪০ বছর ভাঙায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। যে নেতা ছিলেন তার কাছ থেকে ভালো ব্যবহার পায়নি। এর জন্য এলাকার জনগণ নেতাকে পাল্টে দিয়েছে । মঞ্চে সংসদ নিক্সন কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি আওয়ামীলীগের বড় মাপের নেতা । আপনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আপনি আমাদের দোয়া দিয়ে যান যতদিন জীবিত থাকবে আপনাকে সম্মান দেবো । আমি আপনার সন্তানের মত, আসুন একসাথে মঞ্চে বসি।
নিক্সন চৌধুরী বলেন, আপনি যদি আমার কাছে কিছু চান সন্তান হিসেবে আমি তাই দেবো সবাই মিলেমিশে কাজ করতে হবে কোন ভেদাভেদ গালাগালি ভুল-বোঝাবুঝি হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজ মোহাম্মদ রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতুল্লাহ সাকলাইন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক প্রমূখ।
একুশে সংবাদ/ রা.কা /এস
আপনার মতামত লিখুন :