বিএনপি নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিএনপি ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উজানি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, সহ-সভাপতি মুন্নু মুন্সি, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মাস্টার, সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম শেখ, যুগ্ম আহ্বায়ক ডালিম সরদার, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক রাজন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহমেদ মিজু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাধন বিশ্বাস, উজানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনি শেখ, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, যুবদল নেতা দেবাশীষ বিশ্বাস ও সাধন পাইক, ইউনিয়ন বিএনপির নেতা রানা ঠাকুর, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নিক্সন মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণমিছিলের পর উজানি আজিজিয়া দাখিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে শুধু অংশগ্রহণ নয়। আমরা চাই আমাদের প্রাণপ্রিয় নেতা, দূর্দিনের আন্দোলন সংগ্রামের সাথী সেলিমুজ্জামান সেলিমকে নির্বাচিত করে জাতীয় সংসদে এই এলাকার প্রতিনিধি হিসেবে দেখতে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

