আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। ধারণা করা হচ্ছে, আজ বা আগামীকালের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণার রেকর্ডিং হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন নিয়ে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণার রেকর্ডিং হতে পারে।
তিনি জানান, গণভোট বিষয়টি সংযুক্ত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরেক দফা সংশোধন এনে অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া কোনো প্রতীক এবারের ব্যালটে থাকবে না।
এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

