AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া স্থগিত, ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪১ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৫

এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া স্থগিত, ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ এয়ার অ্যাম্বুলেন্স ভ্রমণের অনুপযুক্ত হওয়ায় আপাতত ঢাকাতেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত নয়।

মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ অন্যান্য শারীরিক সমস্যার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এসব বাস্তবতা বিবেচনায় পরিবারের পক্ষ থেকেও তাকে আপাতত ঢাকাতেই রেখে চিকিৎসা অব্যাহত রাখার পক্ষে মত দেওয়া হয়েছে।

এর আগে কাতারের আমিরের উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও, গতকাল বিকেলের দিকে জানা যায় যে, সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এদিকে, লন্ডন থেকে দেশে ফেরা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান প্রতিদিন এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন। তিনি শাশুড়ির পাশে থেকে চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো তদারকি করছেন বলে জানা গেছে।


একুশে সংবাদ/ সা এ

 

Link copied!