বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে বিভেদ, মাজার ভাঙচুর কিংবা লাশ পুড়িয়ে দেওয়া কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা আজ নিজেদের মধ্যে বিভক্ত। নানা ফেরকা ও মতভেদ সৃষ্টি করছি। অথচ মহানবী (সা.) ছিলেন ঐক্যের প্রতীক। তিনি গণতন্ত্র, ন্যায় এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন, কিন্তু আমরা তা অনুসরণ করছি না।”
তিনি আরও বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা যদি আমরা সামান্য অংশও বাস্তবায়ন করতাম, তাহলে সমাজ থেকে অন্যায়, হানাহানি ও বিভাজন দূর হয়ে যেত। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাঁর মডেল অনুসরণ না করাই মুসলিম সমাজের বড় ব্যর্থতা।”
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

