AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৬ এএম, ১৭ আগস্ট, ২০২৫

বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক কূটনৈতিক সূত্র।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইল পাঠায়নি। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনের মাধ্যমে এই নির্দেশ জানানো হয়েছে। পরে ওই দূতদের অন্য মিশনে বার্তাটি পৌঁছে দিতে বলা হয়েছে।

ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন মিশনের কূটনীতিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সবাই এই নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরাসরি সরকারের নির্দেশ পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, “ঢাকা থেকে নির্দেশ এসেছে রাষ্ট্রপতির ছবি সরাতে। আনুষ্ঠানিক নথি নয়, টেলিফোনেই জানানো হয়েছে। আমাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত এটি তদারকি করছেন।”

আরেকজন কূটনীতিক জানান, তাদের মিশনে সরাসরি বার্তা না আসলেও নিকটবর্তী একটি দূতাবাসের মাধ্যমে নির্দেশনা জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!