প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরোনো সমস্যাগুলো দেখা দেবে।
গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (CNA) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইউনূস বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। দায়িত্ব গ্রহণের পর যেসব লক্ষ্য ঠিক করেছিলেন, সেগুলো পূরণের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন বলেও তিনি জানান।
ইউনূস বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো তিনটি ক্ষেত্রে অগ্রগতি—সংস্কার, বিচার ও নির্বাচন। তবে তিনি মনে করেন, সংস্কার ও বিচার সম্পন্ন না করে সরাসরি নির্বাচন দিলে আগের সংকট আবার ফিরে আসতে পারে।
তিনি আগের রাজনৈতিক ব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, এই শাসনব্যবস্থায় আইনের শাসন ছিল না, বরং তা অপব্যবহার করে একনায়কতান্ত্রিক সরকার গড়ে তোলা হয়েছিল, যা দেশের অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দানব’ হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, তিনি প্রকাশ্যে মানুষ হত্যার নির্দেশ দিয়েছিলেন। তবে ভারতের কাছে হাসিনাকে ফেরত আনার দাবি নয়, বরং তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ইউনূস জানান, পাকিস্তান ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে, আর ভারতের সঙ্গেও ইতিবাচক সম্পর্ক রাখতে চায় সরকার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একটি অভিন্ন অর্থনৈতিক অঞ্চলে আনার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ/এ.জে