রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় নিজের সংশ্লিষ্টতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি যে আমার সম্পৃক্ততা আছে। বরং অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ এসেছে যে, তাকে জোরপূর্বক একজন রাজনৈতিক নেতার বাসায় নেওয়া হয়েছিল।”
আসিফ মাহমুদ অভিযোগ করেন, তার নাম টেনে আনার উদ্দেশ্য রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করা।
উল্লেখ্য, এই ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দাবি করেন, অভিযানের আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল।
এদিকে, অপুর স্ত্রী আনিসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৩১ জুলাই রাত থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত অপুকে বন্দি রেখে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয় এবং ঘটনাস্থল হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসার নাম উল্লেখ করেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে