নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় প্রায় ১০ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ডের একটি দল কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ।এই সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে মুচলেকা নিয়ে চালক ও হেলপারকে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করেন।
একুেশ সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

