জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা৷ বুধবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে মহাদান ইউনিয়নের করগ্রামের রোজিনা বেগম, চায়না বেগম, শাহিদা বেগম, উর্মি বেগম, বিলবালিয়া গ্রামের বিলকিস বেগম, আঞ্জুয়ারাসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করেছিলাম। পরে লটারির মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি ও নির্বাচিত তালিকায়ও আমাদের নাম আছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও আমাদের ২৭ জন ভুক্তভোগীকে কার্ড বা চাল দেয়া হয়নি। আমরা চাই আমাদের কার্ড ও ৪ মাসের চাল দেয়া হোক।
এ বিষয়ে মহাদান ইউপি সচিব আব্দুর রহিম বলেন, ভিজিডি কার্ড বা চাল বিতরনের বিষয় গুলো আমি দেখি না। এসব কাজ প্রশাসক ও ইউপি সদস্যরা নিজেরাই দেখে।
এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকার বলেন, আমি বর্তমানে ট্রেনিং এর কারনে জামালপুর জেলার বাহিরে আছি। আমি প্রশাসক হিসেবে মহাদান ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছি। কিন্তু ইউনিয়ন পরিষদের সকল কাজ আমি ইউপি সদস্যদের সাথে নিয়েই করি। যদি এমন কোন অভিযোগ থাকে তাহলে তার সম্পূর্ণ দায়ভার ইউপি সদস্যদের। আমার না। তবে এমন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।
একুেশ সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

