নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীরা সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) কলেজ মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে কলেজের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি পূর্বক অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরকারি কলেজ শিক্ষক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিরুন আল রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষক তোফাজ্জল হোসেন তুষার, সোমা আক্তার, মিয়াজউদ্দিন ও ফয়েজ মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮–এ থাকা ‘কালো আইন’ অবিলম্বে বাতিল করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বঞ্চিতদের অধিকার নিশ্চিত করা এখনই জরুরি। তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য দ্রুত পদ-সোপান তৈরি করতে হবে এবং বিদ্যমান বৈষম্য দূর করতে হবে।
এ ছাড়া প্রি-প্রোটেকশন বাস্তবায়ন, কার্যকর চাকরিকাল স্বীকৃতি, দ্রুত চাকরি স্থায়ীকরণ, বদলি যোগ্যতা নিশ্চিতকরণসহ একাধিক কলেজে চাকরির অভিজ্ঞতা সমন্বিতভাবে গণনার দাবিও তুলে ধরেন তারা। বক্তারা জানান, এসব দাবি বিচ্ছিন্ন নয়—এগুলো শিক্ষক ও কর্মচারীদের অস্তিত্ব রক্ষার দাবি। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার শিক্ষাখাতের উন্নয়ন ও কর্মচারীদের সুরক্ষার স্বার্থে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
প্রতিবাদী ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষক-কর্মচারী। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও তাদের মাঝে ছিল ক্ষোভ ও হতাশার ছাপ—দ্রুত বাস্তবসম্মত সমাধান না এলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানান তারা।
একুেশ সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

