AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে থাকবে না কোটা : মুক্তিযুদ্ধ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৩ পিএম, ২১ জুলাই, ২০২৫

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে থাকবে না কোটা : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা রাখার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, স্বৈরশাসন ও বৈষম্য দূর করতে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকারিভাবে এ ঘটনা ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও জানান, ১২ ডিসেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের কল্যাণ ও সংশ্লিষ্ট বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়।

এ উদ্দেশ্যে ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়, যার মাধ্যমে নিহতদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের তথ্যানুযায়ী, ১৫ জানুয়ারিতে ৮৩৪ জন এবং ৩০ জুন আরও ১০ জন—মোট ৮৪৪ জনের নাম শহিদ তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া আহতের প্রকৃতি অনুযায়ী জুলাই যোদ্ধাদের তিন শ্রেণিতে ভাগ করে ২৭ ফেব্রুয়ারি ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণিতে, ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে এবং ৪ ও ৫ মার্চ ১ হাজার ৬৪২ জনকে ‘গ’ শ্রেণিতে গেজেটভুক্ত করা হয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ‘ক’ শ্রেণির ১১৪ জন, ‘খ’ শ্রেণির ২১৩ জন ও ‘গ’ শ্রেণির ১ হাজার ৪৪২ জন—মোট ১ হাজার ৭৬৯ জনের তালিকা পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই এ তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!