ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশন।
রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এটাই অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজনের জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন হবে বলে আমরা ধারণা করছি। নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
এছাড়া ডাকসু নির্বাচনের জন্য ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নির্বাচন আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে এভাবে:
১। কার্জন হল (পরীক্ষার হল) – ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২। শারীরিক শিক্ষা কেন্দ্র – জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) – রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র – বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫। সিনেট ভবন (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) – স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র – সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/চ.ট/এ.জে