জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের চলমান আন্দোলন শুরুর দিকে নিরপেক্ষ থাকলেও পরে তা সরকারবিরোধী রূপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল রাখতে গঠিত উপদেষ্টা পরিষদের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘শুরুতে আন্দোলনটি নিরীহ মনে হলেও পরবর্তী সময়ে এটি সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। এই আন্দোলন ছিল অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যে। গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে—হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আন্দোলনকারীরা এটিকে সরকারবিরোধী রূপ দেয়।’’
তিনি আরও বলেন, ‘‘অনেক ব্যবসায়ী আমাকে বলেছেন, এতদিন কেন আন্দোলন চলতে দেওয়া হলো? কেন ১৫ দিন বা তিন সপ্তাহের মাথায় থামানো হলো না? আমরা আসলে গণতন্ত্রের চর্চার সুযোগ দিতে চেয়েছি। কঠোর দমন নয়, বরং শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজেছি।’’
এ বিষয়ে উপদেষ্টা পরিষদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অধ্যাদেশের বেশ কিছু ত্রুটি আমরা চিহ্নিত করেছি। যেহেতু আমরা পরামর্শক কমিটি, তাই সংশোধনের জন্য সুপারিশ দেবো।’’
এসময় এনবিআরের কাঠামো নিয়েও মত দেন ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘‘এনবিআর থাকবে না—এমন একটি প্রস্তাবনা আমরা সামনে আনছি। আজকাল কেউ শুনলে বলে, এনবিআরে চাকরি করে! সবাই হাসে। কেন হাসে, সেটা আমরা সবাই জানি। এনবিআর না থাকাটাই সবার জন্য মঙ্গল। নতুন দুইটি ডিভিশনের কথা বলা হয়েছে, সেটাই হবে।’’
তিনি আরও বলেন, ‘‘তাদের দাবি, শুধুমাত্র দুই ক্যাডারের সদস্যদের দিয়ে রাজস্ব বিধি ও বিভাগ গঠন করতে হবে। এটি বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং গ্রহণযোগ্য নয়। একইভাবে দুটি প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের কর্তৃত্বও গ্রহণযোগ্য হতে পারে না।’’
একুশে সংবাদ/ঢ.প/এ.জে