ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। কিন্তু ফলাফলে দেখা গেছে, গণিতসহ তিনটি বিষয়ে ফেল করেছে সে। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল—এই অস্বাভাবিক ফলাফলকে ঘিরে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছে নাজমুল ও তার মতো আরও অনেক শিক্ষার্থী।
শুধু নাজমুলই নয়, ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী একই সমস্যার মুখে পড়েছে বলে জানা গেছে। তারা জানায়, বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে জানানোর পরও কোনো কার্যকর সমাধান পাচ্ছেন না।
নাজমুল ইসলাম জানান, "২০২৪ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ফেল করি। এরপর ২০২৫ সালে শুধুমাত্র গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেই। কিন্তু এবারের ফলাফলে দেখা গেছে আমি গণিত ছাড়াও কৃষি ও ট্রেড-২ বিষয়ে ফেল করেছি, অথচ ওই বিষয়ে আমি পরীক্ষাই দেইনি।"
আরেক শিক্ষার্থী টুটুল বলেন, "আমি শুধু গণিত পরীক্ষায় অংশ নিয়েছিলাম, অথচ ফলাফলে দেখাচ্ছে আমি কৃষি বিষয়েও ফেল করেছি। এটা কীভাবে সম্ভব?"
এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। রহিদুল ইসলাম নামে একজন অভিভাবক বলেন, "আমরা কলেজে গিয়েছিলাম সমাধানের জন্য, কিন্তু অফিস থেকে শুধু বলা হচ্ছে পরে যোগাযোগ করতে। কোনো সুনির্দিষ্ট সমাধান দিচ্ছে না তারা।"
বিষয়টি জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে কলেজের কয়েকজন শিক্ষক জানান, তারা বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন,"বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে। তিনি যেন দ্রুত সমাধান করেন সে বিষয়ে বলা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার অনুরোধ করছি।"
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে