প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি ও প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্বাচন রোজার আগেই সম্পন্ন করা সম্ভব।
তিনি জানান, এবারের নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন:
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি বাড়ানো হবে।
নির্বাচনী দায়িত্বে ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে।
পুলিশের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে ইনটেনসিভ প্রশিক্ষণের আয়োজন চলবে।
এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে ভোট পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে।
সিসিটিভি ক্যামেরা ও কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে মনিটরিং জোরদার করা হবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে