AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"সংকটে বারবার পাশে থেকেছে তুরস্ক" — ইস্তানবুলে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:২১ পিএম, ৫ জুলাই, ২০২৫

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে সংকটকালে তুরস্ক বঙ্গীয় বদ্বীপের মানুষের পাশে দাঁড়িয়েছে।” শুক্রবার (৪ জুলাই) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


ইস্তানবুলে অবস্থিত ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার প্রেসিডেন্ট নেজমুদ্দিন বিলাল এরদোয়ান, যিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র।


বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ ক্রীড়া প্রসারে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বিলাল এরদোয়ান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা এবং নৌকা বাইচের সম্ভাবনা তুলে ধরেন এবং এসব খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়াসংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

বৈঠকে তুরস্কে শিক্ষাবৃত্তি, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও প্রতিযোগিতামূলক শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার প্রস্তাব দেন বিলাল এরদোয়ান। একইসঙ্গে বাংলাদেশে তার সংস্থার পরিচালিত একটি স্কুল শাখা খোলার আগ্রহও জানান।

তিনি ব্যক্তিগত স্মৃতিচারণায় কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এ উদ্যোগ রোহিঙ্গাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মত দেন।

তুরস্কের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপদেষ্টা। তিনি বলেন, “প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আত্মপরিচয়, সংস্কৃতি ও উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিয়েছে।” একইসঙ্গে তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে তুরস্কের সক্রিয় অংশগ্রহণ এবং মুসলিম বিশ্বের ঐক্যে তাদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসন্ন “গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫”-এ অংশগ্রহণের জন্য বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মধ্যে যুব, ক্রীড়া এবং রাজনৈতিক সম্পর্ককে আরও সুসংহত ও কার্যকর করবে।


একুশে সংবাদ//ঢা.পর.ন

Link copied!