AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব: জাতিসংঘে বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ৫ জুলাই, ২০২৫

রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব: জাতিসংঘে বাংলাদেশ

রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বলেও মন্তব্য করেছে দেশটি।


শুক্রবার (৫ জুলাই) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে ওআইসির (OIC) উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলুশন গৃহীত হওয়ার প্রাক্কালে এ মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।


তিনি বলেন, “রাখাইনে চলমান সংঘাত এবং মানবিক সহায়তার ওপর প্রতিবন্ধকতা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে মিয়ানমারের সামরিক বাহিনী ও ‘আরাকান আর্মি’-র মধ্যে সশস্ত্র সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।”


রাষ্ট্রদূত জানান, ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শুধু ওই অঞ্চল থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা। তিনি মানবাধিকার পরিষদকে এই পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।


এছাড়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে সময়োপযোগী ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।


মানবাধিকার পরিষদের এই অধিবেশনে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত রেজ্যুলুশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়বদ্ধতার ওপর জোর দেওয়া হয়।


রেজ্যুলুশনে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে রাখাইনে নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করে দায়বদ্ধতা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গাদের স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গঠনের আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশন শুরু হয় ১৬ জুন এবং এটি চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত।


একুশে সংবাদ//ঢা.পর.ন

Link copied!