গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন হাসান (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঘোড়াশাল রেলসেতুর উত্তর পাশে শাহা সিমেন্ট ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন হাসান বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকার প্রবাসী মো. কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আপনের চাচা মো. শাহীন জানান, দুপুরে আপন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলা শেষে বন্ধুরা নদীতে গোসল করতে নামে। সবাই উঠে এলেও সাঁতার না জানার কারণে আপন পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবুবকর বলেন, খবর পেয়ে টঙ্গি থেকে ডুবুরি দল এসে দীর্ঘ খোঁজাখুঁজির পর শীতলক্ষ্যার পানির নিচ থেকে আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

