AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গায় ভাই ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন



নলডাঙ্গায় ভাই ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক ও বসতভিটার বিরোধ কে কেন্দ্র করে ভাই ভাতিজারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে চাচা রাধানাথ (৫৮) কে খুন করা হয়েছে।


আজ শুক্রবার (০৪ জুলাই) সকাল  সাড়ে ১১টার সময় উপজেলার নলডাঙ্গা  ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনাটি ঘটে।


নিহত রাধানাথ ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান,বড় ভাই নৃপেন চন্দ্র দাস ওরফে খলসা  ও নিহত ছোট ভাই রাধানাথ পৈত্রিকসুত্রে প্রাপ্ত বসতভিটায় পাশাপাশি বসবাস করেন।


এ কারনে বসতবিটার ভাগাভাগি ও সীমানা নিয়ে বড় ভাই নৃপেন চন্দ্র দাস খলসা ও তার দুইছেলে শঙ্খরাজ ওরফে ঠাকুর এবং সত্যন্দ্রনাথের সাথে নিহত রাধানাথের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


এরইজের ধরে ঘটনার আগের দিন বড় ভাই খলসা বাড়ির সীমানা ঘেঁষে টয়লেট স্থাপন করতে যান। এসময় নিহত রাধানাথ টয়লেট স্থাপনে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়।


খলসার বড় ছেলে শঙ্খরাজ ঠাকুর  দীর্ঘদিন থেকে বগুড়ায় থাকেন।তিনি ঘটনার বিষয়টি জানতে পেরে ওইদিন রাতে বাড়িতে ছুটে আসেন।ঘটনারদিন শুক্রবার রাধানাথ বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যায়।এরইমধ্যে ভাই খলিসা ও তার দুই ছেলে শঙ্খরাজ ঠাকুর ও সত্যন্দ্রনাথ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রাধানাথ কে রক্তাত্ত জখম করে।এমতবস্থায় রাধানাথের প্রাণফাটা চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক রাধানাথকে  মৃত ঘোষনা করেন।


নিহত রাধানাথের স্ত্রী ঝলমলি বলেন,আমার স্বামীকে তার ভাই ভাতিজারা পরিকল্পিত ভাবে রামদা দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে হত্যা করেছে।আমি আমার স্বামী হত্যার বিচার চাই।


নিহতের ভাই পোলাদ বলেন,কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছিনা।তবে যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রাধানাথের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে আছে।ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে।এব্যাপারে একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!