রাজবাড়ীর গোয়ালন্দে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মানিক কুমার ঘোষ (৫০), তিনি গোয়ালন্দ পৌর শহরের ১নং ওয়ার্ডের মৃত বাসুদেব ঘোষের ছেলে। থানা সূত্রে জানা গেছে, তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মাষ্টারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মানিক কুমার ঘোষ ওই মামলারই পলাতক আসামি ছিলেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মানিককে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন