বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাসের মতো পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আমরা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানির প্রস্তাব দিয়েছি। এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যবহার করা হবে।”
প্রধান উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশ মধ্য এশিয়া ও ভারত থেকে প্রচুর তুলা আমদানি করে থাকে। তবে ভবিষ্যতে আমদানির একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে করা হতে পারে। “এতে আমাদের বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে,” বলেন তিনি।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ২৫০ কোটি ডলারের পণ্য। এর মধ্যে ৩৬ কোটি ডলারের তুলা ছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ গার্মেন্টস উৎপাদক দেশ হিসেবে বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭৯০ কোটি ডলারের তুলা আমদানি করে। প্রধান উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকরা এখন আমাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হতে আগ্রহী।”
জ্বালানি খাত নিয়েও বক্তব্য দেন ইউনূস। তিনি জানান, “বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে। তবে মার্কিন বাজার থেকেও তেল ও গ্যাস আমদানি সম্ভব।” তিনি আরও বলেন, “এটিকে আমরা হুমকি নয়, বরং একটি সম্ভাবনা হিসেবে দেখছি।”
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৭ মে রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ২৮ মে তিনি টোকিও পৌঁছান। সফর শেষে আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে তার।
একুশে সংবাদ / আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

