জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকাল থেকেই পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা।
সকাল ৮টার পর থেকেই পুলিশ সদস্যরা আগারগাঁও নির্বাচন ভবনের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে। এছাড়া ভবনসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। দলটির দাবি, এই সিদ্ধান্ত ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে।
এছাড়াও, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপিকে "ইঙ্গিতপূর্ণ বাড়তি সুবিধা" দেওয়ার অভিযোগ তুলে কমিশন পুনর্গঠনেরও দাবি জানিয়েছে এনসিপি।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান নির্বাচন কমিশন একটি “ফ্যাসিস্ট সরকারের তৈরি আইনের আওতায়” নিয়োগ পেয়েছে, ফলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।
এক বিবৃতিতে এনসিপি নেতা বলেন, “বর্তমান ইসি রাজনৈতিক পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। তারা আদালতের আদেশের আড়ালে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে।”
ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানায়, এনসিপির বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে