ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু হানিফা (৬৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চরপাড়া গ্রামে তারেক মিয়ার ফিশারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা ত্রিশাল উপজেলার বীর রামপুর ভাটিপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিশারির পারে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা একটি বিদ্যুৎ লাইনের তারে আবু হানিফা অসাবধানতাবশত স্পর্শ করলে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে এলাকাবাসী নিহতের পরিবার ও থানা পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে ওসি (তদন্ত) মোবারক হোসেন এসআই সবুজের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে একাধিকবার ফোন করেও এসআই সবুজের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে