হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) সকাল ১১টার দিকে তিনি কার্গো ভিলেজে পৌঁছান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তা ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই এ সফর বলে জানা গেছে।
পরিদর্শন শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদরদপ্তর এবং উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এটি ছিল নিরাপত্তা সংক্রান্ত দপ্তরসমূহে তাঁর ধারাবাহিক তদারকির অংশ।
একুশে সংবাদ/আ.ট/এ.জে