ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজট তৈরি হয়।
অবরোধ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
তারা দাবি করেন, হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করায় ন্যায়বিচার নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সম্প্রতি সদস্যপদ নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হন, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে