কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার পরপরই মাঝ আকাশে বিপাকে পড়ে বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়, বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিমানটিতে মোট ৭১ জন যাত্রী ছিলেন, যার মধ্যে একাধিক শিশু রয়েছে।
উড্ডয়নের সঙ্গে সঙ্গেই পাইলট এটিসিকে (এয়ার ট্রাফিক কন্ট্রোল) অবহিত করে জরুরি অবতরণের আবেদন জানান। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি শুরু হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম।
বাংলাদেশ বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন—“পেছনের একটি চাকা খুলে পড়ার পরপরই আমাদের ইঞ্জিনিয়ারিং ও উদ্ধার টিম প্রস্তুত রাখা হয়েছে। ফ্লাইটটি এখন ঢাকার আকাশে অবস্থান করছে। জরুরি অবতরণের প্রস্তুতি সম্পন্ন।”
তিনি আরও বলেন,“বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেছনের এক চাকাতেও বিমান নিরাপদে অবতরণ করতে পারে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানটি ঢাকার আকাশে চক্কর দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করবে। শাহজালাল বিমানবন্দরে রানওয়ের পাশে স্ট্যান্ডবাই রয়েছে উদ্ধারকারী দল।
বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। সাধারণত উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ার ভাঁজ হওয়ার প্রক্রিয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই এ ধরনের ঘটনা ঘটে থাকে।
বিমানে থাকা যাত্রীদের আত্মীয়রা ইতোমধ্যেই বিমানবন্দর ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেছেন। বিমানের অভ্যন্তরেও চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এই পরিস্থিতিতে বিমানটি সফলভাবে অবতরণ করতে পারলে এটি হবে চূড়ান্ত সতর্কতা ও দক্ষতার এক অনন্য উদাহরণ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে