AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইশরাককে মেয়র করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৫ এএম, ১৫ মে, ২০২৫

ইশরাককে মেয়র করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে গুলিস্তানের নগর ভবনের সামনে অবস্থান নেয় ‘নগরবাসী’ ব্যানারে সংগঠিত একদল বিক্ষোভকারী। ফলে গুলিস্থান মাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরুর পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব দেওয়া হচ্ছে না।

একজন বিক্ষোভকারী বলেন:"জনগণের রায় অনুযায়ী মেয়র হচ্ছেন ইশরাক। কিন্তু এখন টালবাহানা চলছে। আমরা নগর ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে আছি, যতদিন না ইশরাককে মেয়র হিসেবে শপথ করানো হয়, ততদিন আমরা সরব না।"

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় ১ লাখ ৯৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।

তবে ২০২৫ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনাল এক রায়ে তাপসের জয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে।

২২ এপ্রিল, এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায়, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

গুলিস্তানের কেন্দ্রস্থলে চলমান এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হয়ে ওঠা এই পথে তীব্র যানজট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, আরামবাগ, সূত্রাপুর ও সদরঘাটের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

ডিএসসিসির একজন কর্মকর্তা বলেন:"আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।"

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা লং মার্চ ও গণঅনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Shwapno
Link copied!