আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের চার সদস্য ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠক শুরু হয়। তবে প্রধান নির্বাচন কমিশনার ব্যস্ততার কারণে বৈঠকে ছিলেন না। সচিব আখতার আহমেদ বর্তমানে জাপানে অবস্থান করছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, “আজ কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়বস্তু অনেক হওয়ায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে। প্রয়োজনে রবিবার কিংবা সোমবার পর্যন্ত আলোচনা চলতে পারে।”
তিনি আরও বলেন, “প্রথমে কমিশনার ও কর্মকর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব তৈরি হবে। পরে প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের অন্তত দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের নভেম্বরে গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে নতুন নির্বাচন কমিশন, যার নেতৃত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন আখতার আহমেদ।
ইসির কর্মকর্তারা জানান, নির্বাচন সংস্কার ও গণ-ঐকমত্য কমিশনের চলমান কার্যক্রমকে বিবেচনায় নিয়ে নতুন কমিশন ধাপে ধাপে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এ ধারাবাহিকতায় ২০২৫ সালের শুরুতে ভোটার তালিকা হালনাগাদ করা হয়, যেখানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখের বেশি। এর পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও চলমান রয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে