আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে অবস্থিত একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি সূত্র।
তবে গ্রেফতারের কারণ বা বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে শিগগিরই প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হতে পারে।
একুশে সংবাদ/ জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

