আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাতদিন, ঈদের দিন এবং পরের পাঁচদিন মিলিয়ে মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়:
যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখতে হবে।
কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাসসহ সংশ্লিষ্ট সড়কগুলো ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের এক সপ্তাহ আগে থেকে MRT, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, তিতাস, টেলিফোনসহ কোনো সংস্থাকে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন:
মুহাম্মদ ফাওজুল কবির খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ, স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন
সড়ক পরিবহন বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক
সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে