যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরের নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমন্বয়ক খিসার। অনুষ্ঠান পরিচালনা করেন কাউছার আহমদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হুমায়ুন কবির, সহকারী পরিচালক মোঃ সালেহ উদ্দিন, হারুনুর রশিদ ও ডেপুটি কো-অর্ডিনেটর একে এম ফজলুর রহমান।
আলোচনা সভার শেষে অতিথিবৃন্দ ৯টি যুব সংগঠনের মাঝে মোট ৪ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে