দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনকে আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ৫ মে প্রেরিত নোটিশে উপস্থিত হয়ে কমিশনের কাছে বিবৃতি দিতে অনুরোধ জানানো হয়েছিল।
দুদকের সূত্র জানায়, শেখ হাসিনার তলব নোটিশ ঢাকা-১৭, ধানমণ্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঠিকানায় দেয়া হয়েছে। অন্যান্য তলবপ্রাপ্তদের নোটিশ তাদের ঢাকার বাসাবাড়ি ও নিজ জেলা-ইউনিয়নের স্থায়ী ঠিকানায় পৌঁছে গেছে।
তলব তালিকাভুক্তদের মধ্যে এক জন—মাহবুব আলী—ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন; তবে শেখ হাসিনা বর্তমানে ভারতে থাকায় হাজির হতে পারবেন না এবং মোকাম্মেল হোসেন পলাতক বলেও দুদক নিশ্চিত করেছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :