AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি পৌঁছেছেন ৩১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫১ পিএম, ৭ মে, ২০২৫

সৌদি পৌঁছেছেন ৩১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী

ঢাকা–জেদ্দা। বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৭টি প্রাক্‌-হজ ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩১,৪০৭ জন হজযাত্রী। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সরকারের ব্যবস্থাপনায় এদের মধ্যে ৪,৫৬৪ জন এবং বেসরকারি কোটা থেকে ২৬,৮৩৪ জন যাত্রী সৌদি ভূমি স্পর্শ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ছিলেন ১৪,৪৮৭ জন, সাউদিয়ার ২৬টিতে ১০,১৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টিতে ৬,৭৫৫ জন হজযাত্রী। এ পর্যন্ত সৌদি আরবের মক্কা ও মদিনায় তিনজন হজযাত্রী মিলিতভাবে মৃত্যুবরণ করেছেন—একজন পুরুষ মক্কায় এবং এক পুরুষ ও এক নারী মদিনায়।

২০২৫ সালের হজ কার্যক্রম গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা ক্যাম্পের উদ্বোধন ও হযরত শাহজালাল διεন্ত বিমানবন্দর থেকে প্রথম বিমান ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১১৮টি, সাউদিয়া ৮০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি প্রাক্‌-হজ ফ্লাইট পরিচালনা করবে। সরকারি কোটা ৫,২০০ জন, বেসরকারি কোটা ৮১,৯০০ জন—মোট নিবন্ধিত ৮৭,১০০ জন হজযাত্রী ৩১ মে পর্যন্ত প্রাক্‌-হজ ফ্লাইটে সৌদিতে পৌঁছাবেন। পবিত্র হজ আয়োজন হবে ১৪৪৬ হিজরির ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন।

 


একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!