চলতি বছরের ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চাহিদার তুলনায় এবার পশু উদ্বৃত্ত থাকবে প্রায় ২০ লাখ ৬৮ হাজার। তাই বিদেশ থেকে গবাদিপশু আমদানির প্রয়োজন নেই।
উপদেষ্টা জানান, প্রস্তুত পশুর মধ্যে গরু-মহিষ রয়েছে ৫৬ লাখ, ছাগল-ভেড়া ৬৮ লাখ এবং অন্যান্য প্রজাতির পশু ৫ হাজারের বেশি।
তিনি বলেন, “পশুর বাজারে চাঁদাবাজি বা অস্থিরতা ঠেকাতে সরকার সতর্ক রয়েছে। অবৈধ পশু প্রবেশ বন্ধে আজ থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বাস্থ্যসম্মত পশু উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ, উঠান বৈঠক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

