AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্দেশনা মানেননি পাইলট, ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৮ এএম, ২ মে, ২০২৫

নির্দেশনা মানেননি পাইলট, ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অস্থায়ী নির্দেশনা (নোটাম) উপেক্ষা করায় বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইট বাধ্য হয়ে সিলেটে অবতরণ করেছে। মদিনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি বুধবার দুপুরে ঢাকার আকাশে এসে পৌঁছালেও রানওয়ে বন্ধ থাকায় শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল। এ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সতর্কবার্তা (নোটাম) জারি করা হয়েছিল, যা ফ্লাইট পরিচালনার সময় বাধ্যতামূলকভাবে মানতে হয়।

তবে সংশ্লিষ্ট পাইলট সেই নির্দেশনা উপেক্ষা করে মদিনা থেকে রওনা হন এবং ঢাকায় অবতরণের চেষ্টা করেন। শেষপর্যন্ত ফ্লাইটটিকে সিলেটের বিকল্প বিমানবন্দরে নামানো হয়।

বিমান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অতীতে এমন অনিয়মের ঘটনায় সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলেও জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নোটামের নির্দেশনা মেনে ফ্লাইট পরিচালনা করলে এই পরিস্থিতি এড়ানো যেত।

 

 

একুশে সংবাদ// ঢ.প/ এ.জে

Link copied!