প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় চট্টগ্রামের হালিশহর থেকে মো. মাহাথির হাসান (২০) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের বনানী থানা। এই নিয়ে মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হলো।
বুধবার (২৩ এপ্রিল) সকালে হালিশহর থানাধীন আজাদ টাওয়ারের একটি বাসা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। মাহাথির মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
বনানী থানা পুলিশ জানায়, ঘটনার পর পরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গত ২১ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী ও ওয়ারলেস গেট এলাকা থেকে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল পাঁচে।
উল্লেখ্য, রাজধানীর বনানী এলাকায় পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গত সপ্তাহে মামলা দায়ের হয়। মামলাটি বনানী থানায় তদন্তাধীন রয়েছে।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :