AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার "আনন্দ শোভাযাত্রায়" যা থাকছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৫

এবার

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আয়োজনের অংশ হিসেবে এবার ঐতিহ্যবাহী ‍‍`মঙ্গল শোভাযাত্রা‍‍` নতুন নামে আয়োজন করা হচ্ছে। এ বছর শোভাযাত্রাটির নামকরণ করা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।

আয়োজকরা জানান, নতুন এই নামের মাধ্যমে আরও ব্যাপকভাবে বৈশাখী আনন্দ উদযাপনকে তুলে ধরা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্ত্বাবধানে শোভাযাত্রার আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

“নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই স্লোগানে এবারের আয়োজন সাজানো হয়েছে।

শোভাযাত্রায় সাতটি প্রধান মোটিফ থাকছে, যার মধ্যে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতির প্রতীকী ভাস্কর্য, জাতীয় মাছ ইলিশ, কাঠের বাঘ, ৩৬ জুলাই টাইপোগ্রাফি, শান্তির পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মুগ্ধর পানির বোতল।

প্রথমবারের মতো থাকছে ১০০ ফুট দীর্ঘ পটচিত্র, যেখানে গাজীর পট, বনবিবি, বেহুলা-লখিন্দর, মোগল আমল এবং জুলাই বিপ্লব তুলে ধরা হবে। সম্রাট আকবরের আমল থেকে বাংলা নববর্ষের সূচনার প্রেক্ষাপট তুলে ধরার জন্য থাকছে আকবর সিরিজের ২০ ফুট দৈর্ঘ্যের পাঁচটি চিত্রপট।

মাঝারি মোটিফের মধ্যে থাকছে সুলতানি ও মোগল আমলের ১০টি মুখোশ, ২০টি রঙিন চরকি, ৮টি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, ৪টি পাখা, ২০টি ঘোড়া এবং ১০০ ফুট দৈর্ঘ্যের লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

ছোট মোটিফ হিসেবে থাকছে ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ৬টি মাছের চাই, ২০টি মাথাল, ৫টি লাঙল এবং ৫টি মাছের ডোলা।

তিন দিনব্যাপী এই আয়োজন ঘিরে চারুকলা প্রাঙ্গণে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী। আয়োজকরা জানিয়েছেন, এবারের শোভাযাত্রা শিল্প, সংস্কৃতি এবং প্রতিবাদের সম্মিলিত রূপ হিসেবে এক নতুন বার্তা বহন করবে।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Shwapno
Link copied!