AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উদযাপন



মৌলভীবাজারে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মৌলভীবাজারে ৫ আগস্ট জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত শহীদ বেদিতে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে নিহত শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শামসুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও মসজিদ-মন্দিরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ও পৌর বিএনপি বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র‍্যালি ও সমাবেশ করে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র ফয়জুল করিম ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ প্রার্থী মাওলানা আহমেদ বিলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা ও বিভিন্ন আসনের সংসদ প্রার্থীরা।

এছাড়া জামায়াত, ছাত্রশিবির ও ইসলামী ছাত্র মজলিসও পৃথকভাবে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!