AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৬ পিএম, ২৪ মার্চ, ২০২৫

জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

জরুরি অবস্থা নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব জানান, ‘ঈদের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি। জরুরি অবস্থা নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ গুজব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সাথে এসওপি স্বাক্ষর করেছে।’

অবশ্য কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানান নি তিনি।

নাসিমুল গনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে দেওয়ার জন্য ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। দ্রুত কার্যক্রম শুরু করবে দেশটি।’

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Shwapno
Link copied!