মায়ের ক্যানসার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ হওয়া ১১ বছরের শিশু আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নওগাঁয় এক পরিচিত ব্যক্তির বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গত রোববার থেকে সুবা নিখোঁজ ছিল। তাকে খুঁজে পেতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা ইমরান রাজিব।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন তারা।
ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যা ৬টায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এ সময় একটি গাড়ি পাশ দিয়ে চলে যায়। এরপর মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়।’
একুশে সংবাদ/ই.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

