মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে জানিয়ে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, গুজবের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। যেকোনো গুজব যেন আমাদের পূজা উদযাপনে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য র্যাব সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। দুষ্কৃতকারীরা সুযোগ পাবে না। এরই মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।
শহিদুর রহমান বলেন, এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এবারের পরিবেশ আগের চেয়ে ভালো হবে।
তিনি বলেন, পূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

