রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।
বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) সুজনের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা। তিনি গণমাধ্যমকে জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় যাত্রাবাড়ী পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
গত রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড নেয়া হয়।
একুশে সংবাদ/স.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

