হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬৪ লাখ টাকা (২.৭৮৪ কেজি) মূল্যমানের স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় আটক করা হয়েছে দুই নারী যাত্রীকে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- ইএ-১৪৮ বিমানটি শাহজালালে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে দুই যাত্রী ছনিয়া আক্তার ও ছালমা বেগমকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। তাদের দুইজনের কাছে থাকা দুইটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুই বান্ডিলে ২৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার মোট ওজন ২.৭৮৪ কেজি। এর বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
জব্দ করা স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়েছে। বিমানবন্দর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের গ্রেফতার করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

