সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার সংস্থাটি এ তথ্য জানায়।
এর ফলে নিজেদের ব্যক্তিগত বা ব্যবসায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না পলক ও কনিকা।
শেখ হাসিনা সরকারের পতনের পরদিন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :