নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের সার আত্মসাতের মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশেনের (বিএডিসি) সাবেক দুই চেয়ারম্যানসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. রফিকুজ্জামানের নেতৃত্বাধীন টিম বিএডিসির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
এদের মধ্যে রয়েছেন বিএডিসির সাবেক চেয়ারম্যান এসএম হায়াতুল ইসলাম ও অমিতাভ সরকার। এছাড়াও আরও তিনজন কর্মকর্তাও রয়েছে।
সার কেনার নামে প্রায় ৬০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ২৬ নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিুকজ্জামান মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করেন।
তারা ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকায় ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজির চুক্তি করা সার গুদামে না দিয়ে আত্মসাৎ করেন।
কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) মিথ্যা তথ্য দেওয়া হয়।
৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
এদিকে গত ১৫ মে সার আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ওরফে পোটনসহ পাঁচ জন আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন– পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন (নিপু) ও মো. নাজমুল আলম (বাদল), পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং প্রতিনিধি (খুলনা ও নওয়াপাড়া) মো. আতাউর রহমান।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা